কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছনখোলা পশ্চিম পাড়ার আব্দুল খায়েরের ছেলে তারেক হোসেন (২৮) ও কালা মিয়ার ছেলে সাহাব উদ্দিন (২৬)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সাড়ে ৯টার দিকে ভিকটিম পিএমখালী ৪নং ওয়ার্ড পরানিয়া পাড়ার মো. হোছনের ছেলে আবু সিদ্দিক (২১) পেশায় একজন সিএনজি ড্রাইভার। ভুক্তভোগী সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে।
কক্সবাজার সদর থানাধীন পিএমখালী ইউপিস্থ বাংলা বাজার এলাকায় যাত্রীর উদ্দেশ্যে অবস্থান করছে। যাত্রী হিসেবে দু’জন এসে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির মোচনী পাড়া সাকিনে মোচনী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাবে বলে সেটি ভাড়া করে। পরবর্তীতে ভুক্তভোগীর গাড়িতে যাত্রী বেশে উঠা অপহরণকারীরা মোচনী স্ট্যান্ডে পৌঁছালে ভুক্তভোগীকে মোচনী পাড়া সাকিনে নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সামনে শুক্কুর মিয়ার ব্রিকফিল্ডের সামনে নামিয়ে দিতে বলে। সেখানে পূর্ব আগে থেকেই ১০/১২ জন অপহরণকারী সদস্য অবস্থান করছিল। ভুক্তভোগী ওই স্থানে পৌঁছামাত্র অপহরণকারী ও অন্যান্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার মুখ চেপে ধরে নয়াপাড়া মোচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে নিয়ে আটকে রাখে। এ সময় তাকে মারধর করে তার পরিবারের নিকট ফোন দিতে বলে। একপর্যায়ে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে কার বাবাকে ফোন দেওয়া হয়। এ সময় অপহরণকারীরা মুক্তিপণ বাবদ ৬ লাখ টাকা দাবি করে। ভুক্তভোগীর বাবা মুক্তিপণের টাকা দিতে পারবেন না বলে জানালে ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা কোনও উপায় না পেয়ে টেকনাফ মডেল থানায় ছেলের অপহরণের বিষয়টি জানায়।
এরপর মঙ্গলবার ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ। গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের বর্তমান অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তারেক হোসেন এবং সাহাব উদ্দিনকে গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ