নাটোরে স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অপরাধে আরিফ হোসেন নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আরিফ একই জেলার সিংড়া উপজেলার সোহাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিছুর রহমান জানান, ২০১৬ সালের ২৪ মে সকালে ১৪ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী বাড়ি থেকে বের হলে আরিফ ও তার সহযোগিরা তাকে অপহরণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে আরিফ ও তার বাবা আব্দুর রশিদ সহ অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে আদালতে অপহরণ এবং ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী আরিফকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ আরিফের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ প্রায় সাড়ে ৮ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আরিফকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ে জরিমানার অর্থ ভিকটিমকে প্রদান করতে বলা করা হয় ।
বিডি-প্রতিদিন/বাজিত