ভোলায় একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ মাসুম বিল্লাহ রাসেল (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালু হাওলাদার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাসেল দক্ষিণ দিঘলদী ইউনিয়নের হাদিস মালতিয়ার ছেলে। সে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনের নাতী বলে পরিচয় দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যকাপে জড়িত ছিল। চলমান পূজাকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পায়তারা করছিল বলে ধারণা করা হয়।
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, তার বিরুদ্ধে থানায় ২০১৮ সালে একটি হত্যা মামলা রয়েছে। শুক্রবার অভিযান চালিয়ে একটি পিস্তল ৪ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে। আদালতের মাধ্যেম তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ