বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, সব ধর্ম-বর্ণের মানুষের পাশে আছে বিএনপি। আগামীতেও থাকবে। যে যেই ধর্মেরই হোক, আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবারই সমান অধিকার। সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না বিএনপি। অতীতে যেমন বিএনপি আপনাদের সঙ্গে ছিলো, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছিলো। ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থাকবো।
শনিবার বিকেলে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সনাতন সম্প্রদায়ের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন এবং নির্বিঘ্নে শারদীয় উৎসব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পার্থ, পৌর বিএনপির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল