খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ, এনজিও এবং সুধীজনের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়।
'হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি' প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং ফিজিওথেরাপিস্ট লুলু মারজানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. কে. এম. দিদারুল আলম, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: জহুরুল আলম এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সাহায্য করলে তারা দেশের উন্নয়নে অংশীদার হতে পারবে। উন্নত বাংলাদেশ গড়তে হলে কাউকে পিছনে ফেলে নয় বরং সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের শেষে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক পর্বে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবেশনায় গান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল