বৃষ্টি হাসে বৃষ্টি কাঁদে,
ঝমঝমিয়ে ঝমঝমিয়ে,
খিলখিলিয়ে খিলখিলিয়ে,
সন্ধ্যা রাতে রূপোর চাঁদে।
ঝর্ণা দোলে পাহাড় কোলে,
গুনগুনিয়ে গুনগুনিয়ে,
ঝনঝনিয়ে ঝনঝনিয়ে,
সূর্য যখন পরে ঢোলে।
নদী ছোটে সাগর ছোটে,
টগবগিয়ে টগবগিয়ে,
গলগলিয়ে গলগলিয়ে,
হাসনাহেনা যখন ফোটে।
রাজকন্যার কেশের জল,
টপটপিয়ে টপটপিয়ে,
পিলপিলিয়ে পিলপিলিয়ে,
যাবার আগে আমায় তোরা
একটা কোনো গল্প বল।