রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

জেএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

ফারুক আহম্মদ, সহকারী শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

জেএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

দুই বিঘা জমি

 ---- রবীন্দ্রনাথ ঠাকুর

 প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য ‘দুই বিঘা জমি’ কবিতা থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেয়া হলো : 

১.   মালি যখন উপেনকে ধরে নিয়ে যায় বাবু তখন—

     ক. ঘুমাচ্ছিলেন খ. মাছ ধরছিলেন          গ. স্নান করছিলেন    ঘ. কাজ করছিলেন

২.   ‘দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া।’ এখানে ‘লক্ষ্মীছাড়া বলতে বুঝানো হয়েছে—  

     i. দুর্ভাগা      ii. ভাগ্যহীন       iii.  সৌভাগ্য

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii                      

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

৩.   বাবু কী দিয়ে মাছ ধরছিলেন?

     ক. ছিপ      খ. ঘুনি        গ. জাল       ঘ. বর্শা     

৪.   পনেরো-ষোল বছর উপেনের কোথায় কাটে?

     ক. জাহাজে   খ. কাশিতে        গ. হাটে-মাঠে-বাটে   ঘ. বৃন্দাবনে

৫.   ‘শত ধিক তোরে’- কাকে শত ধিক?

     ক. মাকে     খ. রাজাকে  

     গ. উপেনকে ঘ. বাস্তুভিটাকে

৬.   উপেনের কোলের কাছে কী পড়ল?

     ক. পাতা      খ. লেবু          গ. আম     ঘ. কুল

৭.   ‘আঁখি করি লাল’- লাল আঁখি কিসের প্রতীক?

     ক. আনন্দের  খ. বিস্ময়ের  

     গ. রাগের    ঘ. দুঃখের

৮.   উপেনের কয় বিঘা জমি ছিল?      

     ক. দুই বিঘা  খ. তিন বিঘা      

     গ. চার বিঘা  ঘ. পাঁচ বিঘা

৯.   ‘কহিলাম আমি, তুমি ভূস্বামী।’-এখানে ‘ভূস্বামী’ বলতে কাকে বুঝানো হয়েছে?      

     ক. উপেনকে  খ. কৃষককে 

     গ. মালিকে   ঘ. রাজাকে 

১০.  ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।’ উক্তিটিতে উপেনের যে মনোভাব প্রকাশ পেয়েছে তা হলো—

     i. মনোবেদনা    ii. বিদ্রোহ       iii. আক্ষেপ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii     

     গ. i ও iii   ঘ. i, ii ও iii

১১.  ‘ভূধর’ শব্দটির দ্বারা বুঝানো হয়েছে— 

     i. পবর্ত       ii. পাহাড় iii. অসমান

     নিচের কোনটি সঠিক?

     ক. i   খ. i ও iii    গ. i ও ii     ঘ.  ii ও iii

১২.  রাজা কেন উপেনের দুই বিঘা জমি কিনতে চান? 

     ক. সাম্রাজ্য বৃদ্ধির জন্য     

     খ. বাগান করার জন্য      

     গ. প্রাসাদ বানানোর জন্য   

     ঘ. শহর তৈরির জন্য      

১৩.  ‘এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি।’ এই চরণে যা প্রকাশ পেয়েছে—    

     i. মানুষের চাওয়ার শেষ নেই

     ii. মানুষের বাসনা অপূরণীয় 

     iii. মানুষের চাহিদা সীমাহীন     

     নিচের কোনটি সঠিক?

     ক. i       খ. i ও iii        

     গ. i ও ii   ঘ. i, ii ও iii    

১৪.  কৃষক উপেনের জমি কীভাবে হাতছাড়া হলো? 

     ক. অভাবে পড়ে     খ. লোভে পড়ে     

     গ. মিথ্যা দেনার মামলায়    

     ঘ. রাজাকে দান করায়

১৫.  সন্ন্যাসী বেশে কত বছর ঘুরার পর উপেনের দেশে আসার ইচ্ছে হলো?

     ক. দশ- বার       খ. বারো-তেরো    

     গ. তেরো- চৌদ্দ     ঘ. পনেরো-ষোল    

১৬.  প্রাচীরের কাছে আমগাছ দেখে উপেনের কোন কথা মনে হলো? 

     ক. শিশুকালের কথা  খ. বালক-কালের কথা      গ. যৌবনকালের কথা  ঘ. প্রবীণকালের কথা

১৭.  রাজার পারিষদদের বৈশিষ্ট্য কোনটি? 

     ক. সত্য কথা বলা    খ. তোষামোদ করা 

     গ. ন্যায়বিচার করা  ঘ. মিথ্যা কথা বলা 

১৮.  ‘কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি’। এখানে ‘পাণি’ বলতে বুঝানো হয়েছে—   

     ক. হাতকে    খ. পানিকে 

     গ. জলকে    ঘ. চোখের জলকে

১৯.  পারিষদ শব্দের অর্থ কী?

     ক. কোলাহল  খ. ঋণপত্র               

     গ. কপাল               ঘ. মোসাহেব

২০.  ‘দুই বিঘা জমি’ কবিতার প্রতিপাদ্য বিষয় কোনটি?

     i. জন্মভূমির প্রতি মমতা    

     ii. জোর যার মুলুক তার         

     iii. কারো পৌষ মাস, কারো সর্বনাশ  

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii                      

     গ. ii ও iii  ঘ. i, ii ও iii

 

উত্তরমালা : ১.খ ২.ক ৩.ক ৪.গ ৫.ঘ ৬.গ ৭.গ ৮.ক ৯.ঘ ১০.খ ১১.গ ১২.খ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.ক ১৯. ঘ ২০.ঘ

সর্বশেষ খবর