রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতি

সাধারণ জ্ঞান

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রস্তুতি

মো. রাইসুল ইসলাম, শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ বিষয়াবলি

 

১.   বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয় কখন?

     ক. ১৯৭৫ সালের ৫ মে    

     খ. ১৯৭৫ সালের ১৫ আগস্ট

     গ. ১৯৭৫ সালের ২ সেপ্টেম্বর      ঘ. ১৯৭৫ সালের ৩ নভেম্বর

২.   বাংলাদেশে প্রথম ডিজিটাল এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কোথায়?

     ক. রংপুরের মিঠাপুকুর খ. ঢাকার কেরানীগঞ্জ

     গ. খুলনার মংলা     ঘ. টাঙ্গাইলের মির্জাপুর

৩.   একুশের ওপর সর্বপ্রথম কবিতা রচনা করেন কে?

     ক. আবদুল গাফ্ফার চৌধুরী   খ. মাহবুব-উল-আলম চৌধুরী

     গ. আল মাহমুদ ঘ. মহাদেব সাহা

৪.   ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’— উক্তিটি কার?

     ক. কাজী নজরুল ইসলাম    খ. মধুসূদন দত্ত

     গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়     ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

৫.   বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় রাষ্ট্র--

     ক. মালয়েশিয়া খ. ভুটান  গ. ভারত  ঘ. নেপাল

৬.   রাজারবাগ পুলিশ লাইনে ‘দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে?

     ক. মৃণাল হক খ. হামিদুর রহমান  

     গ. শামীম শিকদার   ঘ. নিতুন কুণ্ডু

৭.   ‘মনপুরা-৭০’ কি?

     ক. চিত্রকর্ম   খ. চলচ্চিত্র

     গ. নাটক    ঘ. উপন্যাস

৮.   ‘তারুয়া’ সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?

     ক. কক্সবাজার  খ. ভোলা  গ. পটুয়াখালী  ঘ. টেকনাফ

৯.   ‘দ্বৈতশাসন’ ব্যবস্থা রহিত করেন কে?

     ক. লর্ড ওয়েলেসলি    খ. লর্ড বেন্টিঙ্ক

     গ. ওয়ারেন হেস্টিংস  ঘ. লর্ড ভাইসরয়

১০.  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?

     ক. ১৯৭৪   খ. ১৯৮৫  গ. ১৯৯০   ঘ. ১৯৯৯

১১.  বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?

     ক. সিএফসি   খ. মিথেন  গ. হিলিয়াম  ঘ. সিএনজি

১২.  ‘অপরাজেয় বাংলা’র স্থপতি কে?

     ক. আবদুল্লাহ খালিদ খ. হামিদুর রহমান

     গ. জয়নুল আবেদিন   ঘ. মৃণাল হক

১৩.  শালবন বিহার কোথায়?

     ক. মধুপুর  খ. রাজশাহী  গ. কুমিল্লা   ঘ. চট্টগ্রাম

১৪.  মুক্তিযুদ্ধের সময় ৩ নং সেক্টরের কমান্ডার ছিলেন কে?

     ক. মেজর শওকত আলী খ. মেজর এম. এ. জলিল

     গ. মেজর জিয়াউর রহমান    ঘ. মেজর কাজী নুরুজ্জামান

১৫.  বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড-

     ক. উত্তরা, নীলফামারী খ. মেঘনা, মুন্সীগঞ্জ

     গ. আদমজী, নারায়ণগঞ্জ     ঘ. ঈশ্বরদী, পাবনা

১৬.  বাংলার কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন?

     ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী খ. খাজা নাজিমউদ্দিন

     গ. এ কে ফজলুল হক ঘ. মওলানা ভাসানী

১৭.  মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

     ক. কী চাহ শঙ্খচিল   খ. জন্ম যদি তব বঙ্গে

     গ. একদা এক রাজ্যে  ঘ. রাইফেল রোটি আওরাত 

১৮.  বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?

     ক. পাল বংশ  খ. শূর বংশ

     গ. সেন বংশ  ঘ. শাহী বংশ

১৯.  কোন নদীটি মৃত নয়?

     ক. করতোয়া  খ. চিত্রা গ. হালদা ঘ. ইছামতি

২০.  রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র কোথায় অবস্থিত?

     ক. রাজশাহী  খ. রংপুর গ. বগুড়া  ঘ. পাবনা

২১.  ‘ঢাকা গেট’ কে নির্মাণ করেন?

     ক. শায়েস্তা খান     খ. ইসলাম খান

     গ. খিজির হায়াত খান ঘ. মীর জুমলা

২২.  বাংলাদেশে প্রথম সংবিধানের লিপিকার কে?

     ক. কামরুল হাসান    খ. আবদুর রউফ

     গ. রফিকুন্নবী  ঘ. মোহাম্মদ কিবরিয়া

২৩.  খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে—

     ক. সিলেট  খ. কুমিল্লা গ. পার্বত্য চট্টগ্রাম ঘ. নেত্রকোনা

২৪.  বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে কত সাল থেকে?

     ক. ১৯৮৫      খ. ১৯৮৬    গ. ১৯৮৭      ঘ. ১৯৮৮

২৫.  ‘সালদানদী’  গ্যাসক্ষেত্রটি  বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

     ক. ব্রাহ্মণবাড়িয়া   খ. কুমিল্লা   গ. সিলেট   ঘ. ফেনী

২৬.  বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কোনটি?

     ক. ন্যাশনাল  ব্যাংক  খ. এ.বি. ব্যাংক

     গ. সিটি ব্যাংক ঘ. ঢাকা ব্যাংক

২৭.  রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন?

     ক. প্রধানমন্ত্রী  খ. সাবেক রাষ্ট্রপতি

     গ. স্পিকার   ঘ. প্রধান বিচারপতি

২৮.  কোন নগরটিতে উন্নয়ন কর্তৃপক্ষ নেই?

     ক. বরিশাল   খ. রাজশাহী   গ. চট্টগ্রাম   ঘ. খুলনা

২৯.  এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে?

     ক. ১৩ বার   খ. ১৪ বার  গ. ১৫ বার   ঘ. ১৬ বার

৩০.  বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?

     ক. ওআইসি   খ. এফএও

     গ. ন্যাম     ঘ. কমনওয়েলথ

৩১.  বাংলাদেশ ভারতের নিকট কোন গ্রামটি হস্তান্তর করেছে?

     ক. চন্দননগর  খ. কৃষ্ণনগর

     গ. রামনগর   ঘ. রূপনগর

৩২.  ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?

     ক. সেন্ট মার্টিনে          খ. সুন্দরবনের দক্ষিণ উপকূলে

     গ. ভোলা জেলায়    ঘ. ফেনী

৩৩.  ধানসিঁড়ি নদী কোথায় অবস্থিত?

     ক. নওগাঁ    খ. রাজশাহী   গ. কুমিল্লা    ঘ. বরিশাল

৩৪.  জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে?

     ক. ২৭তম     খ. ২৮তম    গ. ২৯তম     ঘ. ৩০তম

৩৫.  ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে?

     ক. এশিয়াটিক সোসাইটি খ. বাংলা একাডেমি

     গ. নজরুল একাডেমি  ঘ. জয়নুল একাডেমি

৩৬.  ‘বাংলাদেশ সংলাপ’ কি?

     ক. বাংলাভাষা বিষয়ক শিক্ষা   খ. বাংলা বেতারের অনুষ্ঠান

     গ. বিবিসি’র অনুষ্ঠান      ঘ. বাংলাদেশের অধিকার আন্দোলন

৩৭.  বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে?

     ক. নেপাল খ. সৌদি আরব  গ. ব্রাজিল  ঘ. লিবিয়া 

৩৮.  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিষয়ক পুস্তক কোনটি?

     ক. বাঙালির যুদ্ধ     খ. বিদ্রোহে বাঙালি

     গ. জয় বাংলা ঘ. বাঙালির ইতিহাস।

 

উত্তরমালা : ১.ঘ ২.ক ৩.খ ৪.গ ৫.খ ৬.ক ৭.ক ৮.খ ৯.গ ১০.ঘ ১১.খ ১২.ক ১৩.গ ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.গ ২০.ঘ ২১.ঘ ২২.খ ২৩.গ ২৪.ঘ ২৫.ক ২৬.খ ২৭.গ ২৮.ক ২৯.গ ৩০.ঘ ৩১.ক ৩২.খ ৩৩.ঘ ৩৪.গ ৩৫.ক ৩৬.গ ৩৭.গ ৩৮.খ।

সর্বশেষ খবর