অভিনেত্রী আজমেরী হক বাঁধন বিপ্লবের দিনগুলোতে রাজপথে প্রচুর খেটেছেন। এমনকি বিজয়ের পর ‘ডাকাত’ ঠেকাতে বঁটি হাতে রাতে পাহারা দিয়েছেন অভিনেত্রী। সেসব ছাপিয়ে ভয়াবহ বন্যায় ভাসছে দেশ। এখনো সরব রয়েছেন বাঁধন। চেষ্টা করছেন সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়াতে। সঙ্গে উদ্যোগ নিচ্ছেন অন্যদেরও সংযোগ ঘটাতে। সেই ধারাবাহিকতায় বাঁধন আহ্বান জানালেন বন্যার্তদের পোশাক সংগ্রহের। তার ভাষায়, ‘বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়া মানুষগুলোর এখন সবচেয়ে জরুরি শুকনো পোশাক ও খাবারের। আমি মনে করি প্রথমেই জরুরি পোশাক। আমি নিজেই এর মধ্যে ঘর থেকে যা পেরেছি সেগুলো দুর্গতদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি। কিন্তু লাখ লাখ বানভাসি মানুষকে বাঁচাতে দরকার আরও লাখ লাখ পোশাক। নতুন কিনতে হবে না, আমি অনুরোধ করছি যার যার ঘরে থাকা অব্যবহৃত পোশাকগুলোও যদি এ দুঃসময়ে দিয়ে দেন, তাতেই হবে।’