নায়িকা শাবনূর। শুধু ছবি নয়, শাবনূরের ঠোঁটে ১০০টিরও বেশি গান ইউটিউবে পেয়েছে কোটির ওপরে ভিউ। ২০টি গানই রয়েছে ৫ কোটি ভিউয়ের ঘরে। ‘হৃদয়ের বন্ধন’ ছবির ‘বধূ বেশে কন্যা যখন এলোরে’ শাবনূর অভিনীত সর্বোচ্চ ভিউ পাওয়া গান ১৮ কোটি ৮৭ লাখের বেশি। দ্বিতীয় স্থানে আছে ‘ফুল নেব না অশ্রু নেব’ ছবির ‘বিধি তুমি বলে দাও আমি কার’ ৯ কোটি ৬৫ লাখের বেশি ভিউ। একই ছবির ‘দুধে আলতা বদন তোমার’ ও ‘আমার হৃদয় একটা আয়না’ গান দুটিও যথাক্রমে ৭ কোটি ২২ লাখ ও ৬ কোটি ৯৭ লাখ ভিউ পেয়েছে। ‘ভুলনা আমায়’ ছবির ‘একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো’ গানটি অনুপমের চ্যানেলে ভিউ পেয়েছে ৭ কোটি ৭৪ লাখের বেশিবার। একই গান এসবি নামের আরেকটি ইউটিউব চ্যানেলে ভিউ পেয়েছে ৪৫ লাখের বেশি। জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ৩৮ লাখ। ‘আনন্দ অশ্রু’ ছবির গান ‘তুমি আমার এমনই একজন’ দেখা হয়েছে ৮ কোটি ৪৯ লাখের বেশিবার। ‘তোমাকে চাই’ ছবির টাইটেল গান দেখা হয়েছে ৬ কোটি ৯৭ লাখের বেশিবার। ‘তুমি বড় ভাগ্যবতী’ ছবির ‘তুমি হবে বউগো আমি হবো শালি’ ভিউ পেয়েছে ৬ কোটি ৬৫ লাখের বেশি। অনুপমের বাইরে একই গান মিম নামের চ্যানেলে দেখা হয়েছে ১০ লাখের বেশিবার। ‘স্বপ্নের ঠিকানা’ ছবির ‘ও সাথিরে যেয়ো না কখনো দূরে’ অনুপমের ইউটিউবে দেখা হয়েছে ৬ কোটি ৫০ লাখের বেশিবার। এ গান আরও বেশ কয়েকটি চ্যানেলেও রয়েছে। সব মিলিয়ে গানটির ভিউ ১০ কোটি ৪২ লাখের বেশি। ‘দুই বধূ এক স্বামী’ ছবির ‘ভালোবাসতে গিয়ে আমি দুঃখই পেলাম’ দেখা হয়েছে ৬ কোটি ৪২ লাখের বেশিবার। ‘গোলাম’ ছবির ‘দুটি মন লেগে গেছে জোড়া’ দেখা হয়েছে ৬ কোটি ৪১ লাখেরও বেশিবার। ‘কে অপরাধী’ ছবির ‘কত ভালোবাসী কী যে ভালোবাসি’ দেখা হয়েছে ৬ কোটিরও বেশিবার, একই ছবির আরেক গান ‘কী ছিলে আমার’ ১১ কোটি ৬০ লাখের ঘর পেরিয়েছে। ‘প্রেমের জ্বালা’ ছবির ‘সাগরের মতোই গভীর’ অনুপমের চ্যানেলে দেখা হয়েছে ৫ কোটি ৬৫ লাখেরও বেশিবার। ‘স্বপ্নের বাসর’ ছবির ‘কিছু কিছু মানুষের জীবনে’ গান দুুটিও ৫ কোটি ভিউয়ের দ্বারপ্রান্তে।