এ সময়ের সাড়াজাগানো কণ্ঠশিল্পী ঐশী। এ পাওয়ার ভয়েস গায়িকা ক্যারিয়ারের অল্প সময়েই নিজস্ব গায়কী দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। বিশেষ করে ঐশীর স্টেজ পারফরম্যান্স চোখে পড়ার মতো। তাঁর সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন -পান্থ আফজাল
ঐশী-জিলানীর সংসার কেমন চলছে?
একদম ফাটাফাটি। অনেক ভালো আছি। দোয়া করবেন যেন এভাবেই একসঙ্গে পথ চলতে পারি।
গান নিয়ে ব্যস্ততা এখন কেমন?
গানের ব্যস্ততা চলছে। সব মিলিয়ে বেশ ভালোই ব্যস্ততা যাচ্ছে।
সামনে কোনো একক গান কি প্রকাশ হবে?
একক গান অবশ্যই প্রকাশ হবে। কাজ চলছে। শ্রোতারা টিএম রেকর্ডস থেকে অলরেডি কয়েকটা গান পেয়েছে। প্রকাশিত বেশকিছু গানকে স্বতঃস্ফূর্তভাবে মানুষের গ্রহণ করা দেখে ভালো লেগেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই আরও কিছু গানের কাজ চলছে। আমার বিশ্বাস এ গানগুলোও ধামাকা হবে। কাজ আগে একটু গুছিয়ে নেই। তারপর সময়মতো মানুষকে জানিয়ে দেব। সে পর্যন্ত সারপ্রাইজ থাকুক সব!
স্টেজ পারফরম্যান্স কেমন চলছে?
ভালোই। আমার টিম ঐশী এক্সপ্রেস আর টিএম গ্যালাক্সী নিয়ে দেশ-বিদেশে নিয়মিত শো করছি।
এখন তো নিজেই গান কম্পোজিশন করছেন...
শুরু যেহেতু করেছি সেহেতু কিছু তো হবেই। এটা বলতে পারি, বড় চমক অপেক্ষা করছে শ্রোতা-দর্শকদের জন্য। নতুন এক ঐশীকে দেখবে সবাই। গায়িকা ছাড়াও সুরকার-কম্পোজার হিসেবে পাবে সবাই। নতুন একটি গান প্রস্তুত হচ্ছে।
গান গাওয়া কেমন উপভোগ করছেন?
গান গাওয়া চমৎকার সাধনার জায়গা। প্রচন্ড কষ্টেরও জায়গা। অনেক পরিশ্রম করেতে হয়। কষ্ট করতেই আমার ভালো লাগে। আমি যেভাবে দুটো প্রফেশনকে ভালোবেসে আছি, একইভাবে সামনেও থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সমান উদ্যম ও সাধনা নিয়ে দুটো প্রফেশনকে মেইনটেইন করে একইভাবে সামনেও এগিয়ে যেতে পারি।
সিনেমার গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সামনে আর কোন সিনেমার গান করছেন?
আমি সর্বদা ফোকাস করেছি আমার কাজে। ডেডিকেশন ছিল কাজে যেন গান ভালো হয়। এখন নতুন চ্যালেঞ্জ, আমি যেন সামনে ভালো ভালো কিছু গান উপহার দিতে পারি। সে কথা মাথায় রেখেই ভালো ভালো কিছু সিনেমার গান করছি। সামনে আরও কিছু কাজ আসবে।
অভিনয়ে আসার ইচ্ছা কি রয়েছে?
গান এবং মেডিকেল প্রফেশনের বাইরে আর কোনোকিছু করার ইচ্ছা নেই আপাতত। আসলে ইচ্ছাই নেই বলব।
টিএম গ্যালাক্সিতে ঐশীর পথচলা কেমন হচ্ছে?
এ ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে আমি বাংলাদেশি হিসেবে কাজ করতে পারছি। আমার জন্য এটা বড় সৌভাগ্যের বিষয়। বাইরের দেশে শিল্পীরা এভাবেই ম্যানেজ হয়। কিন্তু আমাদের দেশে ব্যাপারটা একদমই নতুন। এ বিষয়টা টিএম গ্যালাক্সি নিয়ে এসেছে-আমি তাদের সাধুবাদ জানাই। সামনে অনেক কিছুই দেখা যাবে। আপাতত আমার ম্যানেজমেন্টটা টিএম গ্যালাক্সির মাধ্যমেই হচ্ছে।