আসছে ৮ অক্টোবর, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে টলিউডের তারকা অভিনেতা দেব অভিনীত সিনেমা ‘টেক্কা’। কাহিনী নির্ভর এ সিনেমায় নিজের জাত চিনিয়েছেন একসময়কার বাণিজ্যিক সিনেমার তারকা দেব। ছবিটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।
সিনেমা মুক্তির আগে হঠাৎ সংবাদের শিরোনাম হলেন দেব ও সৃজিত। দুইজনে প্রেক্ষাগৃহের কাউন্টারে বসে বিক্রি করলেন ছবির টিকিট।
শনিবার (৫ অক্টোবর) বারুইপুরের এসফিএফ সিনেমা হলে গিয়ে হাজির হন দেব এবং সৃজিত। এরপর কাউন্টারে বসে নিজেরাই টিকিট বিক্রি করলেন দর্শকদের মাঝে। তাদের দেখতেও বহু মানুষ ভিড় জমান।
চা খেতে খেতে, আড্ডা দেওয়ার সঙ্গেই মজা করে কাজ করেন তারা দুজন। কখনও দেব, কখনও সৃজিত নিজের হাতে টিকিট বিক্রি করেন। বাদ দেননি অটোগ্রাফ দিতে। সেলফিও তোলেন। এক অনুরাগী তো দেবকে এত কাছ থেকে দেখে রীতিমতো ঝরঝর করে কেঁদে ফেলেন। কেউ কেউ আবার টিকিট কাটার আগেই অটোগ্রাফ চাইতে শুরু করেন।
বর্তমানে টেক্কার গোটা টিম জমিয়ে প্রচার করছেন। সাক্ষাৎকার তো আছেই, ফেসবুক লাইভসহ বিভিন্ন জায়গায় গিয়ে দর্শকদের সঙ্গে সোজাসুজি কথা বলে সংযোগ তৈরি করছেন তারা। করছেন ছবির প্রচার। শনিবা ৬ অক্টোবর তারা গ্লোব সিনেমায় যাবেন। সেখানেই তাদের হাত ধরে নতুন করে পথ চলা শুরু হবে এই সিনেমা হলের।
সৃজিতের দক্ষতায় এবং দেবের অভিনয়ে ‘টেক্কা’ যে এক নতুন স্বাদ নিয়ে আসবে, তা নিশ্চিত করা বলা হয়। ছবিটিতে দেবকে একজন সাফাইকর্মীর চরিত্রে দেখা যাবে। তার চরিত্রের নাম ইকলাখ। অন্যদিকে এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। ইরার চরিত্রে থাকবেন স্বস্তিকা। তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। অন্যান্য চরিত্রে থাকবেন সৃজা দত্ত, দেবদান আরিয়ান ভৌমিক প্রমুখ।