বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। যার রূপে, গুণে ঘায়েল ছিল লাখো তরুণ-যুবক। তার সংসার নাকি ভাঙার মুখে শ্বশুরবাড়ির সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না। বি-টাউনে কান পাতলেই শোনা যায় এই অভিনেত্রীর বিচ্ছেদের গুঞ্জন। স্বামী নাকি খুলে ফেলেছেন বিয়ের আংটি।
এই পরিস্থিতিতে সুখবর শোনালেন ঐশ্বরিয়া। এমনিতে তো তাকে আলোচনার শেষ নেই। এর মাঝেও নিজের পেশাগত জীবনে কোনও প্রভাব যে পড়তে দিচ্ছেন না এই খবর যেন তারই প্রমাণ। বিশ্বের দ্বিতীয় ধনী নায়িকা হলেন ঐশ্বরিয়া। সেই খবর ঘোষণা হল শুক্রবার।
যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি। তবে এই খবর না শুনে অভিনেত্রীর অনুরাগীরা খুবই খুশি। সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। এই তালিকায় পয়লা নম্বরে অবশ্য রয়েছেন অন্য নায়িকা। সবাইকে পিছনে ফেলে এক নম্বরে রয়েছেন জুহি চাওলা। সূত্র : ইন্ডিয়া ডটকম।
বিডি-প্রতিদিন/শআ