বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হয়রানি বন্ধে ফেসবুকের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

হয়রানি বন্ধে ফেসবুকের সঙ্গে চুক্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, নারীদের হয়রানি, জঙ্গিবাদকে উৎসাহ প্রদান ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিরোধে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির উদ্যোগ নিচ্ছে সরকার। দ্রুতই এ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল বিটিআরসিতে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। তারানা হালিম বলেন, ফেসবুকের সঙ্গে বিগত বিএনপি-জামায়াত সরকারের চুক্তি করা উচিত ছিল। কিন্তু প্রস্তাব পেয়েও তারা করেনি, আমরা এতে গুরুত্ব দিচ্ছি।  তিনি আরও বলেন, আমরা আশা করছি, এ বছরের ১৬ ডিসেম্বরই ডট বাংলা ডোমেইন চালু করা হবে। কিন্তু যদি এ দিন বেশি কর্মসূচি থাকে তাহলে আগামী বছর ২১ ফেব্র“য়ারি আমরা এটি চালু করব। মতবিনিময়ে বিটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শওকত মোস্তফা, বিটিআরসির সচিব সরওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর