সম্প্রতি ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার হয়েছে, তাতে বিস্ময় প্রকাশ করেছে কানাডা। গতকাল কানাডা দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, যারা নিহত হয়েছেন, তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবাই আমাদের স্মরণে রয়েছেন। কারণ আমরা সব সময়ই একটি শান্তিপূর্ণ সমাধান এবং মানবাধিকার রক্ষার পক্ষে কাজ করি। বিবৃতিতে বলা হয়, ‘বাকস্বাধীনতা ও সমাবেশ করার অধিকার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা কোনো বিলম্ব না করে ইন্টারনেট পরিষেবাগুলোকে সম্পূর্ণরূপে আবার চালু করার আহ্বান জানাই। যাতে জনসাধারণ গুরুত্বপূর্ণ তথ্যপ্রবাহে প্রবেশাধিকার পেতে পারে এবং কানাডা ও বিশ্বব্যাপী তাদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারে।’ এতে আরও বলা হয়, ‘বিচারব্যবস্থাকে অবশ্যই গ্রেপ্তার করা সবার জন্য যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং এ মর্মান্তিক ঘটনার জন্য দায়ী সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখব’।