ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে তোপের মুখে পড়েন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক। গতকাল সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে মতিবিনময় সভায় এমন পরিস্থিতিতে পড়েন আওয়ামী লীগের এ দুই শীর্ষ নেতা।
জানা যায়, কোটা আন্দোলন কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সাবেক ছাত্রলীগ নেতাদের দিকনির্দেশনা দিতে মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ১৯৮০ সাল-পরবর্তী ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ভিপি, নেতারা উপস্থিত হয়েছিলেন। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা কানায় কানায় পূর্ণ হয়েছিল সাবেক ছাত্রনেতাদের উপস্থিতিতে। বেলা ১১টার কিছু আগে দলীয় কার্যালয়ে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরাসরি তিনি নিজের জন্য নির্ধারিত সাত তলার রুমে যান। সোয়া ১১টার দিকে হলরুমে প্রবেশ করেই বক্তৃতা শুরু করেন ওবায়দুল কাদের। কয়েক মিনিট বক্তৃতার পর সাবেক ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমাদের লড়তে হবে একসঙ্গে। মান-অভিমান সব ভুলে যেতে হবে। নানা কারণে আমরা সবাইকে যথাযথ মূল্যায়ন করতে পারিনি। আগামীতে সবাইকে মূল্যায়ন করা হবে।’
এ সময় পেছন থেকে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার করে বলে ওঠেন, ‘১৫ বছর পার হয়েছে, আর কবে মূল্যায়ন করবেন? আমরা আপনার রুমে ঢুকতে পারি না। কথা বলতে পারি না। কবে করবেন মূল্যায়ন?’ কয়েকজন বলতে থাকেন, ‘মতবিনিময় সভা ডেকেছেন আমাদের কথা শুনতে হবে। তা না করে আপনি সরাসরি কেন মিডিয়ার সামনে কথা বলছেন? তাহলে মতবিনিময় সভা ডাকার কী প্রয়োজন ছিল? আমাদের ডাকলেন কেন? আগে আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, তারপর ব্রিফ করবেন। সেটা না করে সাংবাদিকদের ব্রিফ শুরু করে দিলেন!’ পেছনে বসে থাকা সাবেক ছাত্রনেতারা এ সময় তাদের সামনে দাঁড়িয়ে ভিডিওচিত্র ধারণকারী টেলিভিশনের ক্যামেরাপারসনদের উদ্দেশে বলেন, ‘মিডিয়ার ভাইয়েরা আপনারা সামনে থেকে সরেন। আপনাদের কাজ কী আজ? আপনাদের জন্য (ওবায়দুল) কাদের সাহেবের মুখ দেখতে পারছি না।’ এ সময় বিরক্ত হয়ে মিডিয়াকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করার উদ্যোগ নেন। এমন সময় ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি মিডিয়ার কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে আমরা ব্যবস্থা নেব।’ এরপর শুরু হয় হট্টগোল, হইচই, চেঁচামেচি। একপর্যায়ে পেছন থেকে শুরু হয় ‘ভুয়া ভুয়া’ স্লোগান। এ সময় ওবায়দুল কাদের ক্ষুব্ধ হন এবং বক্তৃতা সংক্ষিপ্ত করে সভাস্থল ত্যাগ করার জন্য উঠে দাঁড়ান। কাদেরকে ‘প্রটোকল’ দিতে দ্বিতীয় তলার লবি ফাঁকা করতে যান ‘কাইল্লা রাসেল’ নামে পরিচিত মাহমুদুল আসাদ রাসেল। এ সময় রাসেলের সঙ্গে সাবেক ছাত্রনেতাদেরও তর্ক হয়। উল্লেখ্য, এ রাসেল কয়েক দিন আগে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে একজন সাংবাদিককে পিটিয়েছেন। কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য রাসেলকে শোকজ করা হয়। ওবায়দুল কাদের তাকে দলীয় সভানেত্রীর কার্যালয় ও নিজের অনুষ্ঠানে আসতে নিষেধ করেছিলেন।
ওবায়দুল কাদের যখন হেঁটে যাচ্ছিলেন তখন উপস্থিত সাবেক ছাত্রনেতারা ‘ভুয়া-ভুয়া-ভুয়া’ স্লোগান দেন। কেউ কেউ জানতে চান, ‘আমাদের কথা শুনবেন না তাহলে ডাকলেন কেন?’ কোনো জবাব না দিয়ে সোজা সাত তলায় নিজের কক্ষে যান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের কার্যালয় ছাড়ার পরপরই দলীয় কার্যালয় ছেড়ে যাচ্ছিলেন অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. রাজ্জাক। তাঁকে উদ্দেশ করে বিদ্যুৎ নামে এক সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ‘আপনি এখানে কেন? আপনার ছেলে রেজওয়ান শাহরিয়ার কোটা আন্দোলন সমর্থন করে ছাত্রলীগের ছেলেমেয়েদের ও সরকারকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট করে আপনি কেন এ অনুষ্ঠানে? এ সময় আরও কয়েকজন সাবেক নেতাও বলে ওঠেন, ‘আপনি কেন?’ পরিস্থিতি ঘোলাটে দেখে ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এগিয়ে আসেন। তখন ড. আবদুর রাজ্জাক ওই নেতার সঙ্গে পার্টি অফিস থেকে নিচে নামেন। এ সময় কেউ কেউ ড. রাজ্জাককে উদ্দেশ করে বলেন, ‘আপনার ছেলে ছাত্রলীগের ছেলেদের ও সরকারকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট করে। আর আপনি আসেন ছাত্রলীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ে? লজ্জা করে না?’ নিচতলায় এসে টাঙ্গাইলের কিছু সাবেক নেতাকে দেখতে পেয়ে ড. রাজ্জাক বলেন, ‘তোমরা নিচে কেন?’ পরে গাড়িতে করে চলে যান আবদুর রাজ্জাক। কিছুক্ষণ পর সাত তলা থেকে নেমে গাড়িতে চড়ে দলীয় কার্যালয় ছাড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কাউকে কাউকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। সভায় উপস্থিত একাধিক নেতা বলেন, ‘এই সময়ে আমাদের ডাকার সঙ্গে সঙ্গে আমরা সাবেক ছাত্রনেতারা সবাই চলে এসেছি। ত্যাগী ও বঞ্চিত নেতারাও ছিলেন, যারা গত ১৫ বছরে কোনো কিছু পাননি। তারা দলের প্রয়োজনে মাঠে থাকতে প্রস্তুত, সে বার্তাই নিয়ে এসেছিলেন। কিন্তু তাদের ডেকে কথা বলতে দেওয়া হলো না, তাদের কথা শোনা হলো না। এত সুন্দর একটা আয়োজন হট্টগোলের মধ্য দিয়ে শেষ হলো! এটা কষ্টের!’