বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপনের পর ঢাকাসহ সারা দেশে কঠোর নিরাপত্তা জোরদার করেছে সরকার। সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে সব আইন প্রয়োগকারী সংস্থাকে। বিশেষ নিরাপত্তা চাদরে সক্রিয় রাখা হয়েছে সবগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের। সংশ্লিষ্টরা বলছেন, জামায়াত-শিবির সম্ভাব্য যেসব স্থান কিংবা ব্যক্তিদের টার্গেট করতে পারে সেখানে বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এরই মধ্যে সবগুলো ইউনিটে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যে কোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত টিম ডিএমপি। এরই মধ্যে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। সূত্র বলছে, কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় আনতে কারফিউ জারি করেছে সরকার। এ কারণে মাঠে সশস্ত্র অবস্থায় রয়েছে সেনা ও নৌবাহিনীর সদস্যরা। তবে জামায়াত-শিবির পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করতে পারে বলে গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে সরকারের শীর্ষ মহলে। এরপরও আইন প্রয়োগকারী সংস্থার প্রস্তুতিকে আরও নিখুঁত করার জন্য বলা হয়েছে। সবগুলো সংস্থাকে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশনা। পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলমান পরিস্থিতির কারণে আমরা এমনিতেই সতর্ক। এরপরও বিশেষ বার্তা দেওয়া হয়েছে সবগুলো ইউনিটে। সম্ভাব্য সব বিষয়কে মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নিতে বলেছে পুলিশ সদর দপ্তর। এদিকে, র্যাবের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয় এলিট ফোর্সের আইন ও গণমাধ্যম পরিচালক লে. কর্নেল মুনীফ ফেরদৌসের কাছে। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব সময়ই প্রস্তুত থাকে র্যাবের প্রতিটি সদস্য। দেশের মানুষের জানমাল রক্ষা এবং সরকারি সম্পদের নিরাপত্তায় প্রতিজ্ঞাবদ্ধ র্যাব। তবে বিশেষ পরিস্থিতির উদ্ভব হলে সবগুলো ব্যাটালিয়নকে আলাদাভাবে সতর্ক করা হয়।
শিরোনাম
- ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
- নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু
- বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- মিয়ানমারে সংঘাত: টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
- শুধু একটি নির্বাচনের জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা রক্ত দেয়নি : মাসুদ সাঈদী
- ছাত্রী হেনস্তার অভিযোগ, ৩৭টি বাস আটকে রাখলো জাবি শিক্ষার্থীরা
- লিভ-টুগেদারে থাকতে পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন, অতঃপর…
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার
- বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০
- সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র পেল দুই হাজার শীতার্ত
- বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি
- রাজাকারের কোনও তালিকা মন্ত্রণালয়ে নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- উৎখাতের পর বাশার আল-আসাদের বাবার সমাধিতে অগ্নিসংযোগ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা
- দুই ম্যাচের জন্য নিষিদ্ধ বার্সেলোনা কোচ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
- বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত
- তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চসিক মেয়র
- অভিযোগ পেলেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে : ডিএমপি কমিশনার
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ০২ আগস্ট, ২০২৪
আপডেট:
বিশেষ নির্দেশনা সর্বোচ্চ সতর্কতায় র্যাব পুলিশ
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর