‘সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে’ দাবি করে পতন না হওয়া পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। গতকাল দুপুরে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কারী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, যে বাধার বিন্দাচল ছিল, যে ভয়ের পাহাড় ছিল, যে ভয়ের চাদর ছিল- ওগুলো চলে গেছে। যেভাবে লড়াই করছেন শিক্ষার্থীরা, যেভাবে লড়াই করছেন শিক্ষকরা, গুণীজন, মুরুব্বিরা, আইনজীবীরা, সাংবাদিকরা- সবাই যে রকম করে নেমেছেন, তাতে এ সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম ও জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন বক্তব্য রাখেন।