ভারতের ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে সৃষ্ট বন্যার প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। গতকাল দুপুরে রাজধানীর শাহজাদপুরের কনফিডেন্স সেন্টারের সামনে থেকে লং মার্চ শুরু করেন দলটির নেতা-কর্মীরা।
এ সময় আন্দোলনকারীদের হাতে ‘রক্ত দিয়া বানাইছি ঘর দিল্লি দেখায় পানির ডর; ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘ফেনী-কুমিল্লা ডুবল কেন, ভারত তুই জবাব দে’সহ ভারতবিরোধী সেøাগান সংবলিত নানা প্ল্যাকার্ড দেখা যায়।
পরে দলটির সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল দূতাবাসে প্রবেশ করে। এ সময় তারা সাত দফা দাবি উপস্থাপন করেন। তাদের দাবিগুলো হলো- আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারত যেসব বাঁধ খুলে দিয়েছে সেগুলো বন্ধ করতে হবে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে পাঠাতে হবে ও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে।