মানবতাবিরোধী অপরাধের দায়ে বিশেষ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার দাবি করেছে জামায়াতে ইসলামী।
গতকাল বিকাল ৩টায় জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে যেসব হত্যাকা হয়েছে, তাকে গণহত্যা বিবেচনা করে তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতিনিধি দলকে বলেছি। এই সঙ্গে বিচারকাজ করার জন্য যে স্পেশাল ট্রাইব্যুনাল আছে তার কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ‘ক্রাইম অ্যাগেইন্টস হিউম্যানিটি’ নামে একটি ট্রাইব্যুনাল করতে বলেছি। উল্লেখ করা হয়েছে তারা যেন এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।