নয়াদিল্লিতে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ভারতের চার মন্ত্রীর ইন্টারসেশনাল (টু প্লাস টু) সংলাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। এমনকি সংলাপে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলিও বিশেষভাবে স্থান পায়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক একজন মুখপাত্র। ১৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত এক লিখিত প্রশ্নের জবাবে এ সংবাদদাতাকে এ তথ্য জানান ওই মুখপাত্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র জানান, ইউএস-ইন্ডিয়া টু প্লাস টু (২+২) ইন্টারসেশনাল ডায়ালগে উভয় দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা, মহাকাশ এবং বেসামরিক বিমান চলাচল সহযোগিতা, ক্লিন এনার্জি সহযোগিতা এবং শিল্প ও লজিস্টিক সমন্বয়ের ক্ষেত্রগুলো প্রাধান্য পায়। বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ কোনোভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল না, তবে যুক্তরাষ্ট্র ও ভারতীয় কর্মকর্তারা ইন্দো-প্যাসিফিক নিয়ে বিস্তৃত আলোচনার অংশ হিসেবে এ অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের সংলাপে অংশ নেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আমেরিকা অঞ্চল) নগরাজ নাইডো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ভিশ্বাসেস নেগি এবং যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ ও মধ্য এশিয়া) ডোনাল্ড লু ও প্রতিরক্ষাবিষয়ক (ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা সম্পর্কিত) প্রিন্সিপাল উপসহকারী মন্ত্রী জেডিডাহ পি রয়েল। এদিকে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পরিপ্রেক্ষিতে সাংবাদিকসহ নানা গোষ্ঠীর লোকদের গ্রেপ্তার প্রসঙ্গে অন্য এক প্রশ্নের কোনো উত্তর দেয়নি মার্কিন পররাষ্ট্র দফতর।