ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’-মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকাল ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে এ বিষয়ে প্রতিবাদ নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভারতের ঝাড়খ সফরে গিয়ে অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তাঁর এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত রাখতে ভারত সরকারকে পরামর্শও জানানো হয়। প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাব ক্ষুণ্ন করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।