রসুলুল্লাহ (সা.) যে মতবাদ নিয়ে এসেছেন সেই ইসলাম হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবনব্যবস্থা। আমরা এই জীবনব্যবস্থায় ফিরে আসতে পারলে সব ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ উপকৃত হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলুল্লাহ (সা.)-এর সিরাত অনুসরণ করতে পারলেই পৃথিবী হবে কল্যাণময় বলে মন্তব্য করেছেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। গতকাল দুপুরে জামায়াতের বরিশাল জজ কোর্ট শাখার আয়োজনে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জজ কোর্ট শাখা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহিদ ওই সভায় সভাপতিত্ব করেন। বরিশাল জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী ও আইনজীবী সহকারীদের নিয়ে অনুষ্ঠিত আলোচনায় আরও অংশ নেন অ্যাডভোকেট মো. রুহুল আমীন খায়ের, মো. ফরিদ উদ্দিন, মো. শাহজাহান মিয়া, মো. ইউনুস, মো. আজম খান প্রমুখ। এ সময় বরিশাল জেলা আইনজীবী সমিতির শিক্ষানবিশ আইনজীবী ও আইনজীবী সহকারীবৃন্দও উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন শিক্ষানবিশ আইনজীবী শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম।
আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর আরও বলেন, রসুলুল্লাহ (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা জীবন পরিচালনার জন্য বিভিন্ন মতবাদের পেছনে ছুটতে থাকি।