নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন আয়োজন ও সংস্কারের জন্য যৌক্তিক সময়ের বেশি নেবেন না। আমরা বিশ্বাস করি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে উনি চলে যাবেন। অন্যদের মতো ক্ষমতা আঁকড়ে ধরে রাখবেন না। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘কর্মী যোগদান সভায়’ তিনি এসব কথা বলেন। সংস্কার প্রস্তাবনা ও কমিশনের কাজ প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, আপনি কমিশনের প্রধান নিজের মতো নিজে প্রস্তাব দেবেন, তা হবে না। যেসব বিষয়ে ঐকমত্য হবে না, তা নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে। আমরা বলেছি, সবার সঙ্গে কথা বলেই সংস্কার প্রস্তাবগুলো করতে হবে। আপনারা প্রস্তাব দেবেন, সবার সঙ্গে আলোচনা, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব হবে। তবে সরকারকে সংস্কার প্রশ্নে যৌক্তিক সময় দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, যে সময়টা লাগবে তা দিতে হবে।