বেক্সিমকো গ্রুপের চারটি লাভজনক প্রতিষ্ঠান কেনার আগ্রহ প্রকাশ করেছে দুবাইভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলএলসি। বিদেশি বিনিয়োগকারীদের পক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে ১৪ অক্টোবর এই প্রস্তাব পাঠিয়েছে বিনিয়োগকারীদের ওই কনসোর্টিয়াম। প্রস্তাবটি যাচাইবাছাই করার নির্দেশনা দিয়ে অ্যাডসাম-এর চিঠিটি বাণিজ্য সচিবের কাছে পাঠিয়েছেন সালেহউদ্দিন আহমেদ। উপদেষ্টার কাছে আসা প্রস্তাবে বিনিয়োগকারীদের সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি অ্যাডসাম।
অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার আলি খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিনিয়োগকারীদের একটি কনসোর্টিয়াম আমাদেরকে বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার অধিগ্রহণের আগ্রহপত্র জমা দেওয়ার অনুমতি দিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তিস্তা সোলার লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড (স্যাটেলাইট ও ডিটিএইচ লাইসেন্স) এবং বেক্সিমকো লিমিটেড (টেক্সটাইল ও তৈরি পোশাক বিভাগ)। এসব প্রতিষ্ঠানের মধ্যে বেক্সিমকো ফার্মা এবং বেক্সিমকো লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। ঢাকা ছাড়াও বেক্সিমকো ফার্মা লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। অ্যাডসামের চিঠিতে বলা হয়েছে, আমাদের গ্রাহকরা বেক্সিমকো গ্রুপের কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ অধিগ্রহণের বিষয়ে আগ্রহী। সরকার যদি এগুলো বিক্রি করতে চান, তাহলে আমরা আলোচনা করতে আগ্রহী। স্বাভাবিক দায়িত্বশীলতা ও মূল্যায়ন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এই আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং শর্ত রয়েছে, প্রতিষ্ঠানগুলোকে চলমান অবস্থায় বিক্রি করতে হবে এবং বিক্রির সময় এগুলো প্রশাসক নিয়োগ অবস্থায় থাকবে না। ওয়েবসাইটের তথ্য মতে, অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যাংকিং, ফিন্যান্স, প্রযুক্তি, রিয়েল এস্টেট এবং বিনিয়োগে ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, কেনিয়া, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা এবং কানাডায় বিমান পরিবহন, ব্লকচেইন, ওয়েবথ্রি, পণ্য, ফিনটেক, গেমিং, স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, বিমা, মেডটেক এবং মার্চেন্ট সার্ভিসের মতো বিভিন্ন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।