বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। এটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে রাষ্ট্রকে। প্রয়োজনে কমিটি করে কী কী করা যায় তার ফলাফল বের করতে হবে।
গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রানা দাসগুপ্ত বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক দলের প্রতিটি স্তরে একটি অসাম্প্রদায়িক মানসিকতা থাকতে হবে। রাষ্ট্র যদি অসাম্প্রদায়িক না হয় তাহলে সম্প্রীতি হবে কীভাবে? এ ছাড়া শিক্ষা ও প্রশাসনিকসহ প্রতিটি স্তরে গণতান্ত্রিক অর্থাৎ সব মানুষের সমান অধিকার বাস্তবায়ন করা। একই সঙ্গে রাজনৈতিক দলের ভিতর অসাম্প্রদায়িক মনোভাবও তৈরি করতে হবে। তাহলে অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়ে উঠবে। তিনি আরও বলেন, বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি থেকে রাষ্ট্রকে বের হতে হবে। বিগত সময়ে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে, যার একটি ঘটনারও বিচার হয়নি। এর কারণ দেশের ৫৩ বছরে গণতান্ত্রিক ধারা ছিল অনুপস্থিত। এ ছাড়া সংবিধানের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় মূলনীতি কীভাবে বাস্তবায়িত হবে ১২ অনুচ্ছেদে সেটা বলা আছে। এই অনুচ্ছেদ কোনো সরকার বাস্তবায়ন করেনি।