যশোরের মনিরামপুরে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল ইসলাম মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন।
নিহতের ভাই নজরুল ইসলাম জানান, জহুরুল ইসলাম মনিরামপুর উপজেলার কোনাকোলা বাজারে দীর্ঘদিন ধরে পাইপের ব্যবসা করে আসছিলেন। তিনি প্রতিদিন সকালে বাড়িতে নাস্তা করে দুপুরের খাবার সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যেতেন। বাড়ি ফিরতেন রাতে। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। গতকাল জানতে পারেন চিনাটোলা-কোনাকোলা সড়কে তার ভাইয়ের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়রা জানান, লাশের গলায় ও থুতনিতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, প্রায় সবগুলো দাঁত ভেঙে গেছে। লাশের পাশেই নিহত জহুরুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে ছিল। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ। হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।