জুন মাসে দেশে ৬৮৯টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ৬৯৬ জন এবং ১ হাজার ৮৬৭ জন আহত হয়েছেন। গতকাল রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, মে মাসের তুলনায় জুনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ২২ দশমিক ৫৫ শতাংশ। এ সময় দুর্ঘটনায় মানব সম্পদের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৬৩ কোটি টাকার বেশি। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০৪ নারী ও ১০৯ জন শিশু। ২২৮ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা মোট প্রাণহানির ৩২.৭৫ শতাংশ। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ২০২টি দুর্ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৫ জন নিহত হন। প্রসঙ্গত, রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্য ভান্ডারের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে।