স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩৮ লাখ ১০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১ কোটি ১০ লাখ লিটার পাম অয়েল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১৯৬ কোটি টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৪০ টাকা এবং প্রতি লিটার পাম অয়েলের দাম পড়বে ১৩০ টাকা। এ ছাড়া ৯৫ কোটি ৯৭ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে এই সয়াবিন তেল ও পাম অয়েল এবং নাবিল নবা ফুড লিমিটেড থেকে মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বৈঠক সূত্র জানায়, ৬ হাজার ২৫ কোটি টাকার অপরিশোধিত জ্বালানি তেল (ক্রড অয়েল) এবং ১০ হাজার ৭১০ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের ইউনিপেক সিঙ্গাপুর প্রা. লিমিটেড, ভিটল এশিয়া প্রা. লিমিটেড এবং দুবাইয়ের ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে পরিশোধিত জ্বালানি এবং সৌদি অ্যারাবিয়ান অয়েল কোম্পানি থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এ ছাড়া সৌদি আরব, রাশিয়া ও মরক্কো থেকে ১ লাখ ৩০ হাজার টন সার আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ৬৬০ কোটি টাকা।