এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ। আজ মঙ্গলবার জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আল-মামুন এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানানো হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্যময় ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বিবৃতিতে তারা বলেন, যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা এখন জীবনের নতুন এক যাত্রা শুরু করলেন। দৃপ্ত শপথ আর দৃঢ় মনোবলকে সঙ্গে নিয়ে তাদের এখন বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখতে হবে, যেতে হবে বহুদূরের পথ। এই পথচলায় ঝড়-ঝঞ্ঝা আসবে, অন্ধকার এসে আলোকে ঢেকে দিতে চাইবে, কিন্তু এই নবীনদের থমকে গেলে চলবে না।
আগামী দিনে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখতার বদলে রাজনীতি সচেতন হয়ে উঠবে, তাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এটাই প্রত্যাশা।
বিডি প্রতিদিন/আরাফাত