বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
কনস্যুলেটের হল রুমে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন, শ্রম কাউন্সিলর আব্দুল সালাম, পাসপোর্ট প্রথম সচিব মোহাম্মদ কাজী ফয়সাল, প্রেস উইং আরিফ রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বি এম জামাল হোসেন বলেন, প্রিয় নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম সকল মুসলিমের জন্য অনুকরণীয়। বিদায় হজ্বের ভাষণে হযরত মুহাম্মদ (সা.) যে উপদেশ বাণী দিয়ে গেছেন তা মানবজাতির মুক্তিসনদ হিসেবে স্বীকৃত।
অনুষ্ঠান শেষে বাংলাদেশের সুখ-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ কামনা সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন