টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে ‘শিল্পী রনি প্রেন্টিস রয় এর সাথে আড্ডা‘ শীর্ষক আলোচনা সভা টরোন্টোতে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং খ্যাতিমান সঙ্গীতজ্ঞ ও শিল্পী রনি প্রেন্টিস রয় সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ মানুষের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, জাতি হিসেবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সংস্কৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে। টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে ‘শিল্পী রনি প্রেন্টিস রয় এর সাথে আড্ডায় তিনি এই আহ্বান জানান।
টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে অনুষ্ঠিত এই আড্ডার শুরুতে সূচনা বক্তব্য রাখে মৈত্রেয়ী দেবি। ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল পুষ্পস্তবক দিয়ে অতিথিকে স্বাগত জানান। ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিকের সঞ্চালনায় শিল্পী রনি প্রেন্টিস রয় তার সঙ্গীত চর্চ্যা, মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ, মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ এবং প্রবাসে সংস্কৃতি চর্চার সম্ভাবনা এবং প্রতিবন্ধকতা নিয়ে আলোকপাত করেন। পরে তিনি দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিডি প্রতিদিন/এএ