সংস্কার ও সংরক্ষণের অভাবে জৌলুস হারাতে বসেছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট জমিদারবাড়ির। এটি রাজবাড়ি নামেও পরিচিত। বর্তমানে বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। দেয়ালজুড়ে দেখা দিয়েছে ফাটল। স্থানীয়রা বলছেন, এটি সংস্কার করলে এখনো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার সুযোগ আছে। জানা যায়, ১৮৬৭ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে নির্মাণ করা হয় এই জমিদারবাড়িটি। যেটি পরে রাজবাড়ি হিসেবে পরিচিতি পায়। জমিদার সূর্য কান্ত ২ দশমিক ২৪ একর জমির ওপর নির্মাণ করেন এ বাড়িটি। দ্বিতল এ বাড়িতে রয়েছে ১৬টি কক্ষ। সূর্য কান্তের দুই ছেলে শশী কান্ত ও শীতাংসু কান্তের মধ্যে ছোট ছেলে শীতাংসু কান্ত সর্বশেষ জমিদার ছিলেন।
দেশ ভাগের পর শীতাংসু কান্ত ভারত চলে গেলে তৎকালীন পাকিস্তান সরকার এ বাড়িটির মালিকানা নেয়। চাঁপাইনবাবগঞ্জের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এ জমিদারবাড়ি সংস্কার ও সংরক্ষণের অভাবে এখন ধ্বংসপ্রায়। আর দেখভালের অভাবে জমিদারবাড়ির দরজা-জানালার কপাট ও পাল্লা চুরি হয়ে গেছে। এখন সেটি মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, কানসাট জমিদারবাড়ির পাশেই বসে জেলার সর্ববৃহৎ আমবাজার। আম মৌসুমে লাখো পর্যটক এখানে আসেন। তাই রাজবাড়িটি দ্রুত সংস্কার করলে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে এটি।
এ ব্যাপারে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, কানসাট জমিদারবাড়িটি দেখভালের দায়িত্ব নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। শিগগিরই এটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।