জাতীয় দলে খেলার অভিজ্ঞতাপুষ্ট ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ ‘এ’। দলটি এখন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সেখানে খেলছে ইমার্জিং ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আইসিসি সহযোগী দেশ হংকংয়ের। ম্যাচটি ১০ বল হাতে রেখে ৫ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’। ২০ ওভারের ম্যাচে হংকং সংগ্রহ করেছিল ৮ উইকেটে ১৫০ রান। সেটা ১৮.২ ওভারে টাইগার ‘এ’ দল টপকে যায় অধিনায়ক আকবর আলীর ৪৫, জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমনের ২৮ ও তাওহিদ হৃদয়ের ২৯ রানে ভর করে।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে বাংলাদেশের রিপন মণ্ডল ও মাহফুজুর রহমান সাব্বির দারুণ সুচনা করেন। ২.৫ ওভারের মধ্যে তুলে নেন হংকংয়ের দুই ওপেনারকে। ৯ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক নিজাকাত খান ও বাবর হায়াত যোগ করেন ৬৫ রানের জুটি। অধিনায়ক নিজাকাত ২০ বলে ২৫ রান করে সাজঘরে ফিরেন। একাই লড়াই করে ডানহাতি ব্যাটার বাবর খেলেন ৭৫ রানের প্রত্যয়ী ইনিংস। তার ৬১ বলের ইনিংসে ছিল ২টি চার ৭টি ছক্কা। তার হাফ সেঞ্চুরিতে হংকং ২০ ওভারে সংগ্রহ করে ৮ উইকেটে ১৫০ রান। রিপন মণ্ডল ৪ ওভারের স্পেলে ২৪ রানের খরচে নেন ৪ উইকেট।
টার্গেট ১৫১ রান। দলীয় ৩২ রানে আউট হন জিশান আলম। ১১ রান করেন মাত্র ১১ বলে ১ চারে। সাইফ হাসান ব্যক্তিগত ৫ রানে আউট হন দলীয় ৩৮ রানে। ইমন ২৮ রানের ইনিংস খেলে সাজঘরের পথে হাঁটেন ২৬ বলে ১ চার ও ২ ছক্কায়। এরপর চতুর্থ উইকেট জুটিতে আকবর ও তাওহিদ ৩২ বলে যোগ করেন ৫৪ রান। আকবর ৪৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ২৪ বলে ৪ চার ও ৩ ছক্কায় এবং তাওহিদ ২৯ রান করেন ২২ বলে ২ চার ও ২ ছক্কায়। শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারী ১৯ রানে অপরাজিত ইনিংস খেলে তুলে নেন সহজ জয়।
সংক্ষিপ্ত স্কোর
হংকং : ১৫০/৮, ২০ ওভারে (নিজাকাত ২৫, বাবর ৮৫, ; রিপন ৪-০-২৪-৪, রনি ৪-০-৪৪-১, রাজা ৪-০-৩৫-১, রাকিবুল ৪-০-২৫-১, রাব্বি ৪-০-১৯-১)
বাংলাদেশ ‘এ’ দল : ১৫১/৫, ১৮.২ ওভারে (জিশান ১১, ইমন ২৮, সাইফ ৫, হৃদয় ২৯, আকবর ৪৫, শামীম ১৯*, রাব্বি ৮*; আয়ুশ ২-০-২৪-০, আতিক ৪-০-২৫-১, এহসান ৪-০-১২-৩, রানা ৩-০-২৯-১, ইয়াসিম ৩-০-৩৫-০, আইজাজ ১-০-১৩-০, আনশি ১.২-০-১২-০)
ফল : বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ : রিপন মন্ডল