ফিফা বিশ্বকাপ-২০২৬ বাছাই পর্বে বর্তমানে লিগ টেবিলে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। সবশেষ বলিভিয়ার বিরুদ্ধে লিওনেল মেসির দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে ৬-০ ব্যবধানে ম্যাচ জিতে আর্জেন্টিনা। এদিন রোনাল্ডোর আন্তর্জাতিক স্তরে ১০টি হ্যাটট্রিকের রেকর্ডকে ছুঁয়ে ফেলেন মেসি। এমন পরিস্থিতে বলতেই হয় সামনের বিশ্বকাপে নিশ্চিত খেলবে মেসির আর্জেন্টিনা। আর তার পারফরম্যান্সও বলছে, আমি আসছি ফুটবল। আর তার সমর্থকরাও তাই চায়। তাই বৃহস্পতিবার রাতে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ব্যক্তিগত ও দলগত ট্রফি জয়ের স্বীকৃতিস্বরূপ ‘মার্কা আমেরিকা’ অ্যাওয়ার্ড নিতে এসেই ভক্তদের হয়তো সেই বার্তাই দিলেন ফুটবলের এ মহাতারকা। তাকে পুরস্কার তুলে দেন মার্কার পরিচালক হুয়ান ইগনাসিও গ্যালার্দো। মেসি বলেন, আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে কোনো তারিখ বা সময়সীমা নির্ধারণ করিনি, আমি শুধু এসব উপভোগ করছি। আমি আগের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ এবং মানুষের কাছ থেকে সমস্ত ভালোবাসা নিচ্ছি, কারণ আমি জানি হয়তো এটিই হতে পারে আমার শেষ খেলা। নিজের ক্যারিয়ার নিয়ে বলেন, ‘অল্প বয়স্ক সতীর্থদের দ্বারা বেষ্টিত হওয়া আমাকে আবার বাচ্চাদের মতো অনুভূতি দেয়।
আমি মাঝে মাঝে ছেলেবেলার বোকামিগুলো করে থাকি, কারণ আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। যতদিন আমি সেই অনুভূতি বজায় রাখব এবং দলে অবদান রাখতে পারব, ততদিন আমি এখানে খেলা উপভোগ করার পরিকল্পনা করছি।’
জাতীয় দলের হয়ে জিতেছেন ফিফা বিশ্বকাপ-২০২২ ও দুটি কোপা আমেরিকা শিরোপা। ৩৭ বছর বয়সি এ তারকা এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে। কিন্তু থেমে নেই তার অর্জন। একের পর এক অর্জনে নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। চলতি মাসের শুরুতে মেজর সকার লিগে (এমএলএস) মায়ামির হয়ে জিতেন নিজের দ্বিতীয় শিরোপা। এর আগে লিগস কাপ। সব মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন ৪৬টি দলগত শিরোপা। ফুটবল ইতিহাসে এত শিরোপা জয়ের কৃতিত্ব নেই আর কারও। শুধু দলগত নয়, রয়েছে ব্যক্তিগত সাফল্যও। করেছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বার ব্যালন ডি’অর জয়। দুটি ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল, ৬টি ইউরোপিয়ান গোল্ডেন বুটসহ তার ঝুলিতে আছে ৫৬টি ব্যক্তিগত পুরস্কার। সব মিলিয়ে জিতেছেন ১০২টি শিরোপা।