সামাজিক যোগাযোগমাধ্যমে ইসকনকে জঙ্গি বলে উল্লেখ করায় এবং ভারতীয় নারীদের চরিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করার পর বিপাকে পড়েছেন বাংলাদেশের তিন শিক্ষার্থী। তারা ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) অধ্যয়নরত। তারা হলেন সামিউল, রিফাত রহমান এবং মাহমুদ হাসান আরাফাত।
বাংলাদেশি শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, ভিসা বাতিল এবং বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলা হয়েছে। অন্যদিকে ওই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে একাধিক সংগঠন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নবাব আলি জাইদি গণমাধ্যমকে জানিয়েছেন, ইসকন ও ভারতীয় নারীদের নিয়ে বাংলাদেশি পড়ুয়াদের সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর পোস্টের বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্ত সামিউল বিএ পাস করার পর দেশে ফিরে গেছে। মাহমুদ হাসান আরাফাত বিএ এবং এলএলবি কোর্সের জন্য আবেদন করেছিল কিন্তু এখনো পর্যন্ত সে ভর্তি হয়নি। তৃতীয় শিক্ষার্থী রিফাত রহমান এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে বিএ তৃতীয়বর্ষে অধ্যয়নরত। ওই ছাত্রকে কারণ দর্শানোর জন্য নোটিস পাঠানো হয়েছে।