রাজধানীতে এখনো লক্কড়ঝক্কড় বাসেই চলছে যাত্রী পরিবহন। বেশির ভাগ যানেরই উঠে গেছে রং, নেই লুকিং গ্লাস। পেছনের গ্লাসও ভাঙা। ধুলা-ময়লা যেন নিত্যসঙ্গী আসনগুলোর। ফিটনেস নেই তবু সড়কে দিব্যি চলছে লক্কড়ঝক্কড় এসব গণপরিবহন। আইনের তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় চলাচলের অযোগ্য এসব গাড়ি দিয়ে চুটিয়ে ব্যবসা করছেন একশ্রেণির পরিবহন মালিক। সেবা তো দূরের কথা, যাত্রীরা ন্যূনতম নিরাপদ নন এসব ঝুঁকিপূর্ণ যানবাহনে। বিভিন্ন সময় এসব পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হলেও বন্ধ করা যায়নি চলাচল। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক থেকে ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় বাস সরিয়ে নিতে সরকারের ইচ্ছা আছে কি না আগে সেটা দেখতে হবে। যদি ইচ্ছা থাকে তাহলে সম্ভব। সড়ক থেকে লক্কড়ঝক্কড় বাস সরিয়ে কোম্পানিভিত্তিক বাস নামিয়ে রুট ভিত্তিতে পরিবহন ব্যবস্থা চালু করলে গণপরিবহনে শৃঙ্খলা আসবে। রাজধানীতে চলছে ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় বাস। বিভিন্ন সময় উদ্যোগ নিলেও সেটি কাজে আসেনি। সর্বশেষ গত ২ এপ্রিল বিআরটিএ থেকে বলা হয়েছে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিকে ৩১ মের মধ্যে রংচটা এবং ফিটনেসবিহীন বাস সরাতে হবে। এরপর ১ জুন ফিটনেসবিহীন ও লক্কড়ঝক্কড় বাসের বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দেয় সংস্থাটি। ঘোষণা অনুযায়ী কয়েক দিন অভিযান পরিচালনা হয়। এরপর বন্ধ হয়ে যায় বিআরটিএর রুটিনভিত্তিক কাজ। কিছুদিন পর সড়কে আবার পুরনো রূপে ফিরে আসে লক্কড়ঝক্কড় বাস। বিআরটিএর তথ্যমতে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত রাজধানীতে মোট পরিবহন নিবন্ধিত হয়েছে ২১ লাখ ৯১ হাজার ৭৮৩টি। এর মধ্যে গত অক্টোবর পর্যন্ত ফিটনেসবিহীন মোটরযানের মোট সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৬৯৩টি। রাজধানীতে বাসের সংখ্যা ৪২ হাজার ৪৫৪টি। যার মধ্যে ২৪ হাজার ২৬টি বাসের ফিটনেস নেই। এ ছাড়া মিনিবাস ১১ হাজার ৭৮৮টি, ট্রাক ৬৬ হাজার ২৬টি, কার্গো ভ্যান ২ হাজার ২৩৪টি, কাভার্ড ভ্যান ১০ হাজার ৯১২টি, হিউম্যান হলার ১৪ হাজার ৫৫০টি ও ৮২ হাজার ৮০৫টি পিকআপ ফিটনেস ছাড়াই চলছে। একই সঙ্গে স্পেশাল পারপাস ভেহিক্যাল ৬ হাজার ১১৮টি, ট্যাংকার ২ হাজার ৩৬৮টি, প্রাইভেট কার ৭৬ হাজার ৫৮টি, জিপ ১৬ হাজার ১৫৩টি ও ৩২ হাজার ১৫৬টি মাইক্রোবাসের ফিটনেস নেই। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ঢাকা মহানগরীতে চলমান বাস-মিনিবাসের মধ্যে প্রায় ৬৮ শতাংশের দরজা-জানালা ভাঙা। বসার সিট ছেঁড়া। ৮০ শতাংশ বাস-মিনিবাসের সিটে দুই স্তরের কাঠামো (স্টিল ও ফোম/কাপড়) নেই। আর যেসব বাসে স্টিলের কাঠামোর ভিতর ফোম বা কাপড়ের স্তর রয়েছে সেগুলোরও বেশির ভাগই ছেঁড়া। তা ছাড়া রাজধানীর অধিকাংশ বাসের পেছনের সিগন্যালিং লাইটগুলো অকেজো। কিছু কিছু বাস-মিনিবাসে পাখা থাকলেও বেশির ভাগই নষ্ট। রাজধানীতে চলাচলকারী প্রায় ৫০ হাজার বাস-মিনিবাসের মধ্যে অর্ধেকের বেশির অর্থনৈতিক আয়ুষ্কাল (২০ বছর) পেরিয়ে গেছে। সব মিলিয়ে রাজধানীতে চলাচলকারী ৬৫ শতাংশ বাস-মিনিবাসই ফিটনেসবিহীন। ২০১০ সালে রাজধানীতে ২০ বছরের অধিক পুরনো বাস-মিনিবাস চলাচল নিষিদ্ধ করা হয়। ওই সময় একবার অভিযান চালানো হলে অনেকেই পুরনো বাস-মিনিবাস বন্ধ করে রাখেন। কিন্তু অভিযান শেষে আবারও পুরনো, ফিটনেসবিহীন বাস-মিনিবাস নামানো হয়। ডিটিসিএর তথ্যানুযায়ী, রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির অনুমোদিত রুটের সংখ্যা ৩৮৬টি। এর মধ্যে সর্বশেষ মাঠপর্যায়ে বিআরটিএ তদন্ত করে মাত্র ১২৮টি রুটে বাস-মিনিবাস চলাচলের প্রমাণ পেয়েছে। বর্তমানে ১২৮টি রুটে ৫ হাজার বাস-মিনিবাস চলাচল করে। এর মধ্যে রুট পারমিট ছাড়াই চলাচল করছে ১ হাজার ৬৪৬টি পরিবহন। জানতে চাইলে পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক বলেন, বিগত সরকার টাকার বিনিময়ে চালক ও ফিটনেসবিহীন গাড়ি সড়কে যেভাবে নামিয়েছে এটা খুব ন্যক্কারজনক। এ অবৈধ চালকরা রাস্তায় বুক ফুলিয়ে গাড়ি চালিয়েছে। ঘটিয়েছে অনেক দুর্ঘটনা। আর এগুলোর সঙ্গে যুক্ত ছিল বিআরটিএর একদল দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি বলেন, ফিটনেসহীন গাড়িগুলো অন্যান্য ফিটনেস গাড়ির জন্যও ঝুঁকিপূর্ণ। ঢাকায় পথচারীরা বেশি ঝুঁকিপূর্ণ এবং এ ধরনের ফিটনেসহীন গাড়ি তাদের ঝুঁকি বাড়ায়। এ বিষয়ে গত বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী ছয় মাসের মধ্যে পুরনো গাড়ি (যেসব গাড়ির অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়েছে) অপসারণ করা হবে। একই সঙ্গে রাজধানীতে পণ্যবাহী ট্রাক খোলা অবস্থায় যেন প্রবেশ করতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। বায়ুদূষণ রোধে এমন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শিরোনাম
                        - টগি ফান ওয়ার্ল্ডে ‘স্পুকট্যাকুলার সোয়রে ৪’ হ্যালোইন উৎসব
- জাতীয় নির্বাচন বানচাল করার জন্য একটি মহল কাজ করছে : মির্জা ফখরুল
- রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২৯
- বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি : এহসানুল হক মিলন
- যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি, সর্বনিম্ন শরণার্থী গ্রহণের সীমা ঘোষণা ট্রাম্পের
- ১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
- ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার নির্দেশ নিয়ে যা বলল ইরান
- যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয়েছে পাকিস্তান-আফগানিস্তান : তুরস্ক
- যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        