বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার ধরা হয় লিটন দাসকে। বিশ্বের যে কোনো উইকেটে যে কোনো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে সাবলিল ব্যাটিং করেন লিটন। অথচ চলতি বছর ছন্দে নেই। রঙিন পোশাক ও সাদা বলের ওয়ানডেতে ২০২৪ সালে মাত্র ৫টি ওয়ানডে খেলে ৩টিতেই শূন্য মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজে বিরুদ্ধে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে রান করেছেন যথাক্রমে ২ ও ৪। তৃতীয়টিতে প্রথম বলেই শূন্য মেরেছেন। চলতি বছর তিনটি শূন্য! ৯৪ ওয়ানডে ক্যারিয়ারে ১৫ বার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন। তার চেয়ে বেশি শূন্য মেরেছেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল ১৯ ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ১৮ বার। ছন্দে না থাকলেও টাইগারদের অন্যতম সেরা ভরসা লিটন। সর্বশেষ ৭ ইনিংসে দুই অংকের রান করতে পারেননি। তার স্কোরগুলো যথাক্রমে ০, ৪, ২, ০, ০, ১* ও ৬। সর্বশেষ দুই অংকের রান করেন ২০২৩ সালের ১৭ ডিসেম্বর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডুনেডিনে ২২। হাফ সেঞ্চুরি করেন ১৩ ম্যাচ আগে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পুনেতে ৮২ বলে ৬৬ রান। বিশ্বকাপে আরও এক ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন। ধর্মশালায় ৭৬ রান করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ক্যারিয়ারে সেঞ্চুরি করেছেন ৫টি। সর্বশেষটি করেন ৪৪ ম্যাচ অগে। ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে আফগানিস্তানের বিরুদ্ধে ১২৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১৩৬ রান করেছিলেন লিটন। ৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এতটা বাজে সময় কখনো পার করেননি লিটন।
আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের অন্যতম ভরসা লিটনকে ছন্দে ফিরতে হবে। তা হলেই সাফল্য ধরা দেবে বাংলাদেশের।