জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের পরই বর্তমান সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ এসেছে। শেখ হাসিনা দিল্লি বসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। পাল্টা ক্যু, জুডিশিয়াল কু্যু, আনসার কাণ্ড, প্রশাসনের অস্থিরতা, হিন্দু ভাইদের নিয়ে রাজনীতি। এসবই সরকার মোকাবিলা করছে। এগুলো সামনে এলে সরকার হয়তো আরও অনেক কিছুই সংস্কারে ত্বরান্বিত হতে পারত। এ জন্য বুঝেশুনে সরকার যা করছে তাতে আমরা হ্যাপি। গতকাল বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে জামায়াতে ইসলামের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরাও সরকারকে বলি প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিদায় করুন। এ ছাড়াও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানাই।
জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, জামালপুরের আমির মাওলানা আবদুস সাত্তার, টাঙ্গাইল জেলার সেক্রেটারি হুমায়ুন কবির, জেলা নায়েবে আমির খন্দকার আবদুর রাজ্জাক প্রমুখ।