ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে এখন ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক পর্যায়ে তার বোলিং করতে কোনো নিষেধাজ্ঞা নেই।
চলতি মাসের শুরুর দিকে বোলিং পরীক্ষায় সাকিবের অ্যাকশন অবৈধ হওয়ায় এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত। ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে ইংল্যান্ডের বাইরে বল করতে কোনো বাধা নেই।