জয়ের ধারা অব্যাহত রেখে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথম ম্যাচে জোড়া গোলের পর দ্বিতীয় ম্যাচেও গোল করে জয়ে অবদান রেখেছে লেভানডভস্কি। ইয়ামাল-লেভার গোলে মূলত জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
ঘরের মাঠে শনিবার ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলেছে বার্সা। ম্যাচের ২৪ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন ইয়ামাল। বক্সের বাইরে বল পেয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ১৭ বছর বয়সী এই তারকা। অবশ্য সমতা ফেরাতে বেশি সময় নেয়নি বিলবাও। বার্সার ডিফেন্ডার পাউ কুবারসি ডি বক্সের ভিতরে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় বিলবাও। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান ওইহান সানচেট।
৭৫ মিনিটে দারুণ এক ভলিতে গোল করে বার্সাকে এগিয়ে নেন পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কি। আরও কিছু সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সহজ সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।
এদিন ৬৬ শতাংশ বলের দখল রেখে ১৩ শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। আর বিলবাও ৯ শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র ২টি। এই জয়ে জয়ের ধারা অব্যাহত থাকল বার্সার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ