সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের কাছাকাছি গিয়েও ১১ রানে হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।
সেঞ্চুরিয়ানে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সাইম আইয়ুবের তাণ্ডবে ২০৬ রান তোলে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে রিজা হেনড্রিক্স ও রাসি ভান ডার ডুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো প্রোটিয়ারা।
লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। স্কোর বোর্ডে মাত্র ৬ রান উঠতেই রায়ান রিকেলটনকে হারায় প্রোটিয়ারা। জাহানদাদ খানের বলে উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
দলীয় ২৮ রানে এবার তিনি শিকার করেন ম্যাথিউ ব্রিটজকেকে। ১০ বলে ১২ রান করে শাহীন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
২৮ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সেই চাপ সামলে ওঠেন রিজা হেনড্রিক্স ও রাসি ভান ডার ডুসেন। পাকিস্তানের বোলারদের তুলোধোনা করে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন রিজা হেনড্রিক্স। শেষমেষ ১১৭ রানে থামেন তিনি। ৬৩ বলে ৭ চার ও ১০টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন হেনড্রিক্স। আব্বাস আফ্রিদির স্লোয়ারে বাউন্ডারির কাছে ইরফানের হাতে ক্যাচ তুলে দেন এই ওপেনার।
এরপর হেনরিখ ক্লাসেনকে নিয়ে বাকি কাজ সারেন ভান ডার ডুসেন। এই ব্যাটার অপরাজিত থাকেন ৩৮ বলে ৬৬ রানে। আর ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন ক্লাসেন। পাকিস্তানের হয়ে জাহানদাদ খান দুটি ও আব্বাস আফ্রিদি নেন একটি উইকেট।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের অপরাজিত ৯৮, বাবর আজমের ৩১, ইরফানের ৩০ রানে ভর ২০৬ রান তোলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে দাইয়ান গালিম ও বার্টমান নেন দুটি করে উইকেট। জর্জ লিন্ডে নেন এক উইকেট।
বিডি প্রতিদিন/কেএইদ্বত পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত আফ্রিকার
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের কাছাকাছি গিয়েও ১১ রানে হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের।
সেঞ্চুরিয়ানে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সাইম আইয়ুবের তাণ্ডবে ২০৬ রান তোলে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে রিজা হেনড্রিক্স ও রাসি ভান ডার ডুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো প্রোটিয়ারা।
লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। স্কোর বোর্ডে মাত্র ৬ রান উঠতেই রায়ান রিকেলটনকে হারায় প্রোটিয়ারা। জাহানদাদ খানের বলে উইকেটকিপার রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
দলীয় ২৮ রানে এবার তিনি শিকার করেন ম্যাথিউ ব্রিটজকেকে। ১০ বলে ১২ রান করে শাহীন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
২৮ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও সেই চাপ সামলে ওঠেন রিজা হেনড্রিক্স ও রাসি ভান ডার ডুসেন। পাকিস্তানের বোলারদের তুলোধোনা করে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন রিজা হেনড্রিক্স। শেষমেষ ১১৭ রানে থামেন তিনি। ৬৩ বলে ৭ চার ও ১০টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন হেনড্রিক্স। আব্বাস আফ্রিদিরি স্লোয়ারে বাউন্ডারির কাছে ইরপানের হাতে ক্যাচ তুলে দেন এই ওপেনার।
এরপর হেনরিখ ক্লাসেনকে নিয়ে বাকি কাজ সারেন ভান ডার ডুসেন। এই ব্যাটার অপরাজিত থাকেন ৩৮ বলে ৬৬ রানে। আর ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন ক্লাসেন। পাকিস্তানের হয়ে জাহানদাদ খান দুটি ও আব্বাস আফ্রিদি নেন একটি উইকেট।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুবের অপরাজিত ৯৮, বাবর আজমের ৩১, ইরফানের ৩০ রানে ভর ২০৬ রান তোলে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে দাইয়ান গালিম ও বার্টমান নেন দুটি করে উইকেট। জর্জ লিন্ডে নেন এক উইকেট।
বিডি প্রতিদিন/কেএ