পাবনার চাঞ্চল্যকর ডাবলু হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। যাবজ্জীবন দণ্ড প্রাপ্তরা হলেন, ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের মোস্তব আলীর ছেলে মনসুর আলী কায়সার ও মজিবর রহমান। দুই বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন, মোস্তব আলীর আরও ৩ ছেলে ইজিবর রহমান, শাহিন ও রঞ্জু। রবিবার বিকালে পাবনার অতিরিক্ত দায়রা জজ-১ মো. মশিয়ার রহমান এক রায়ে এই আদেশ দেন। পাবনা জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মুক্তা জানান, ১৯৯৪ সালের ৭ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের মোস্তব আলীর ছেলে মনসুর আলী কায়সার, মজিবর রহমান একই গ্রামের ডাবলুকে কুপিয়ে হত্যা করে এবং মোস্তব আলীর আরও ৩ ছেলে ইজিবর রহমান, শাহিন ও রঞ্জু এ
কাজে সহায়তা করে।