১৩ মার্চ, ২০১৬ ১০:৫৯

উইকিপিডিয়ার 'স্পিচ ইঞ্জিন'

অনলাইন ডেস্ক

উইকিপিডিয়ার 'স্পিচ ইঞ্জিন'

অবশেষে কনটেন্ট পড়ে শোনানোর ব্যবস্থা করেছে বিশ্বের বৃহত্তম অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া। সুইডেনের একদল গবেষকেদের সহযোগিতায় ওপেন সোর্সভিত্তিক একটি স্পিচ ইঞ্জিনের সাহায্যে এখন থেকে কনটেন্ট পড়ে শোনাবে তারা।

উইকিপিডিয়ার এই সেবার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও পাবেন বিশেষ সুবিধা। বিশ্বের বৃহত্তম অনলাইন বিশ্বকোষটির বিভিন্ন কনটেন্ট পাঠককে পড়ে শোনাবে উইকিপিডিয়ার বিশেষ এ ফিচারটি। নিজেদের কনটেন্টের মতই বিনা মূল্যে ব্যবহার করা যাবে উইকিপিডিয়ার এই ফিচারটি।

শুরুতে সুইডিশ, ইংরেজি ও আরবি ভাষায় এই ফিচারটি চালু হবে। ২০১৭ সালের সেপ্টেম্বর নাগাদ ফিচারটি উইকিপিডিয়ায় যুক্ত হবে। পরবর্তী সময়ে বাংলাসহ ২৮০টি ভাষায় এই সুবিধা চালু করবে উইকিপিডিয়া। সূত্র : ট্রাস্টেড রিভিউ

বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর