১৮ মে, ২০১৮ ০৫:০৯

৩৪ লাখ বীভৎস ছবি মুছে ফেলেছে ফেসবুক

অনলাইন ডেস্ক

৩৪ লাখ বীভৎস ছবি মুছে ফেলেছে ফেসবুক

প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ৩৪ লাখ বীভৎস ছবি মুছে ফেলেছে ফেসবুক। যা গত বছরের তিন গুণ বলে দাবি সংস্থার। তবে আপত্তিকর পোস্ট চিহ্নিত করতে মূলত ব্যবহারকারীদের ওপরেই ভরসা করেছে ফেসবুক। ব্যবহারকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৮৫.৬ শতাংশ আপত্তিকর পোস্ট সনাক্ত করা হয়েছে।  

এছাড়াও কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডের জেরে প্রায় ৫৮ কোটি ভুয়া অ্যাকাউন্ট মুছে দিল ফেসবুক। চলতি বছরের প্রথম তিন মাসে এই অ্যাকাউন্টগুলি মুছে হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ফেসবুকের দাবি, তাদের নীতিমালার পরিপন্থী হওয়ায় এই পদক্ষেপ করেছে তারা। 

কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের পর বেজায় বিপাকে পড়েছে ফেসবুক। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটেন সরকার। নানা দিক থেকে আসা চাপের মুখে অবশেষে ফেসবুক এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

ফেসবুকের দাবি, এত কিছুর পরেও ফেসবুকে অন্তত ৩-৪ শতাংশ ভুয়ো অ্যাকাউন্ট রয়ে গেছে। এছাড়া মুছে ফেলা হয়েছে প্রায় ৮৪ লক্ষ অবাঞ্ছিত মেসেজ। আপত্তিকর মেসেজ পাঠানোয় সতর্ক করা হয়েছে ৩ কোটি ব্যবহারকারীকে। 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর