অ্যাপল সম্প্রতি আইওএস, আইপ্যাডওএস এবং ম্যাকওএস ডিভাইসের জন্য নতুন হালনাগাদ নিয়ে এসেছে, যা মূলত নিরাপত্তা ত্রুটি দূর করা এবং ব্যবহারকারীদের ডেটা সুরক্ষায় উন্নত সেবা নিশ্চিত করতে সহায়তা করবে। নতুন সংস্করণগুলোর মধ্যে রয়েছে আইওএস ও আইপ্যাডওএস ১৭.৬.১ এবং ম্যাকওএস ১৪.৬.১। এর আগেও অ্যাপল কিছু হালনাগাদ করেছিল, কিন্তু এই নতুন সংস্করণগুলোতে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্যও আইওএস ১৬.৭.১০ আপডেট আনা হয়েছে। এই আপডেটগুলো ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। আইফোন বা আইপ্যাডের সেটিংসে গিয়ে, সফটওয়্যার আপডেটস অপশনে গিয়ে এই হালনাগাদগুলো সহজেই ডাউনলোড করা যাবে।
অ্যাপলের এই আপডেটগুলো বিশেষ করে আইক্লাউডের অ্যাডভান্সড ডেটা প্রটেকশন সেবা নিয়ে আসা ত্রুটির সমাধানে মনোযোগ দিয়েছে। এই সেবাটি চালু থাকলে শেয়ার করা ফটো, ডকুমেন্ট, এবং অন্যান্য ফাইলের সুরক্ষা এনক্রিপশনের মাধ্যমে নিশ্চিত হয়। তবে, কিছু ব্যবহারকারী সম্প্রতি এই সেবাটি চালু বা বন্ধ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যা এই নতুন আপডেটের মাধ্যমে সমাধান করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল