প্রায় তিন মাস পর অবশেষে চালু হলো ঢাকা মেট্রোর মিরপুর ১০ স্টেশন। এটি চালু করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে প্রায় সোয়া কোটি টাকা। শেষ পর্যন্ত মিরপুর ১০ মেট্রো স্টেশন চালুর মোট খরচ হবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা। মঙ্গলবার মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, ১ কোটি ২৫ লাখ টাকায় চালু করা হয়েছে ঢাকা মেট্রোর মিরপুর ১০ স্টেশন। মিরপুর ১০ মেট্রো স্টেশন চালু করতে মোট খরচ হবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা। কারণ, যেহেতু অন্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করেছি তাই সে সব যন্ত্রাংশ আমদানিসহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সেখানে আরও কিছু বেশি যন্ত্রাংশও থাকবে।
মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন চালুর মধ্য দিয়ে মিরপুরবাসীর তিন মাসের অপেক্ষা ও ভোগান্তির অবসান হলো। মেট্রোরেলে ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে ফাওজুল কবির খান বলেন, এটা ছাত্ররা কেউ করেনি। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতকারী যারা আছে, আইজিপিকে নির্দেশ দিয়েছি তারা ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলার মধ্যে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকাল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পর দিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। ২০ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমটিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ ছিদ্দিক বলেছিলেন, ‘ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে’।