১৬ মার্চ, ২০২৩ ১৩:১৮
চট্টগ্রামে সুধীজন সম্মেলন

বাংলাদেশ প্রতিদিনের আরো জনমুখী ও সাহসী ভূমিকার আশাবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ প্রতিদিনের আরো জনমুখী ও সাহসী ভূমিকার আশাবাদ

চট্টগ্রামের তিন মেয়র এসে আলোকিত করলেন বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রামের সুধীজন সম্মেলনকে। দিনভর এলেন সর্বস্তরের মানুষ। শুভেচ্ছায় উচ্ছ্বসিত হলেন বাংলাদেশ প্রতিদিনের সদস্য ও শুভার্থীরা।

১৪ বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম অফিসে দেশীয় হরেক পিঠা-পুলি মিষ্টান্নের আপ্যায়নে ও চায়ের পেয়ালায় উঠলো দারুণ আড্ডার ধুমও। একে একে এলেন সিটি মেয়র, মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। 

তিন মেয়রসহ অন্য আগত অতিথিদের মধ্যে শুভেচ্ছা জানান বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক গবেষক মুহাম্মদ শামসুল হক, বিএফইউজে সহ-সভাপতি জাহিদুল করিম কচি, বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ম. সামসুল ইসলাম বিএনপি চট্টগ্রাম মহানগর আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, প্রেস ক্লাবের সিনিয়রসহ সভাপতি চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সায়ফুল আলম বাবু, মহানগর আওয়ামী লীগ নেতা চৌধুরী হাসান মাহমুদ শমসের, বিএফইউজে এর সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ,

চিটাগাং চেম্বার পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, পিডিবির চিফ ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, মুক্তিযোদ্ধা সংগঠক দেওয়ান মাকসুদ আহমদ, কবি সাহাব উদ্দিন নিপু, ছড়াকার সাংবাদিক মাহবুবুর রহমান, কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো চিফ মুস্তফা নঈম, ডেইলি সান ব্যুরো চিফ নুরুদ্দিন আলমগীর, ডেইলি স্টারের ব্যুরো চিফ শিমুল নজরুল, বণিক বার্তা ব্যুরো চিফ রাশেদুল হক চৌধুরী, কালবেলা ব্যুরো চিফ সাইদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ ব্যুরো চিফ এস এম রানা, নিউজ ২৪ এর সিনিয়র রিপোর্টার নয়ন বড়ুয়া জয়, ছড়াকার সংসদের সদস্য সচিব আ ফ ম মোদাচ্ছের আলী, মহানগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরীর লিটন ও আলহাজ্ব আব্দুল মান্নান, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, মহিলা শ্রমিকলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অপারেটর এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, লেখক নেছার আহমেদ খান, আইটি বিশেষজ্ঞ সারোয়ার আলম মিঠু, সংগঠক মাহমুদুর রহমান শাওন, আসিফ ইকবাল প্রমুখ।

রাষ্ট্রীয় অন্য অনুষ্ঠানে উপস্থিতিতির কারণে চট্টগ্রাম পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও চিটাগাং চেম্বার সভাপতি উপস্থিত হতে না পারলেও বিশেষ বার্তায় তারা শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিনকে। সমবেত তিন মেয়রই বাংলাদেশ প্রতিদিনের  উত্তরোত্তর সাফল্য কামনা ও আরো জনমুখী সাহসী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর