প্রশ্নদাতা ঠিক কোন বিষয়টি জানতে চান তার উত্তরই ইন্টারভিউয়ে গুরুত্বপূর্ণ। এ কারণে খুব বেশি কথা না বলে সব সময় প্রশ্নদাতার প্রশ্নটি পুরোটা শুনে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ইন্টারভিউয়ের শুরু থেকেই ইন্টারভিউয়ারের প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি যদি সঠিকভাবে না শোনেন তবে আপনি তাকে প্রভাবিত করার সুযোগ মিস করবেন। কারণ কখনো কখনো ইতোমধ্যেই হওয়া প্রশ্নের মধ্যে একটি লুকানো উত্তর থাকে। অনেকে উত্তর দিতে গিয়ে বাড়তি অনেক কিছু বলে বসেন। খুব প্রাসঙ্গিক না হলে ইন্টারভিউতে বেশি কথা বলবেন না। আপনার উত্তর পয়েন্ট আকারে দিতে পারেন। কয়েকটি ধাপে পুরো উত্তর দেওয়ার সময় তথ্যগুলো ঠিকভাবে প্রশ্নদাতার কাছে পৌঁছানোর চেষ্টা করুন। উপযুক্ত বাক্য বলুন, সরল বাক্যে উত্তর শেষ করুন।