২৯ নভেম্বর, ২০২২ ২০:২৬

‘২০৪১ সালে উন্নত দেশ গড়ায় কৃষি বিভাগ প্রতিজ্ঞাবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

‘২০৪১ সালে উন্নত দেশ গড়ায় কৃষি বিভাগ প্রতিজ্ঞাবদ্ধ’

মাদারীপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি) রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার মাদারীপুর শহরের হর্টিকালচার সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক। 

ডিএই ফরিদপুরের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার খার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই পিরোজপুরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, গোপালগঞ্জের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায়, মাদারীপুরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মাদারীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম আহমেদ, ডিএই মাদারীপুরের অতিরিক্ত উপ-পরিচালক দিগ বিজয় হাজরা, ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও ভান্ডারিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম। 

কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক বলেন, ২০৪১ সালে উন্নত দেশ গড়ায় কৃষি বিভাগ প্রতিজ্ঞাবদ্ধ। এ জন্য খাদ্য উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে উন্নত প্রযুক্তি ব্যবহার এবং পণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সহ কৃষির অন্যান্য কাজের আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করেন তিনি।

বিডি-প্রতিদিন/বাজিত 

সর্বশেষ খবর